× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক নয়, ইসির অধীনেই ভোট চায় ইসলামী ফ্রন্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২০:৩৪ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২১:৪৪ পিএম

 জনসভায় বক্তব্য রাখছেন আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রবা ফটো

জনসভায় বক্তব্য রাখছেন আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকার নয়, কার্যকর স্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

শনিবার (২৬ আগস্ট) সকালে বায়তুল মোকররমের উত্তর গেইটে আয়োজিত জনসভায় ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক কিংবা অন‌্য কোনো সরকার নয়, বরং সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনই রাজনীতিতে সব সমস‌্যার সমাধান কর‌তে পারবে। গণতান্ত্রিক সংস্কৃতিতে সরকার নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত থাকবে।

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের নিকট একে-অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়, যা দুঃখজনক। 

দলটির মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, রাজনৈতিক অঙ্গনে বৃহৎ দুটি দলের পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে। এতে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে জনগণ ভোটকেন্দ্র বিমুখ হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। সেজন্য সকল পক্ষেরই পারস্পরিক ঐকমত্য জরুরি।

আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা মোশাররফ হোসেন হেলালী, প্রস্তুতি কমিটির সচিব স.ম হামেদ হোসাইন ও দলের দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা