× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়কের দাবি মানছে না : নুরুল হক নুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ০১:১০ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১১:২১ এএম

রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলে নুরুল হক নুর। প্রবা ফটো

রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলে নুরুল হক নুর। প্রবা ফটো

ক্ষমতা হারানোর ভয়ে সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা ভালো করেই জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় থাকতে পারবে না। তাই প্রশাসনে দলীয়করণ করে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করে মামলা দিয়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে।’

ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হামলা-মামলা করে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের এক দফার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। সরকারের পতন ছাড়া আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না।’

বিরোধী নেতাকর্মীদের হয়রানি-হুমকি, হামলা-মামলা ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক আরও বলেন, এ সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে। দেশের মানুষের সেবা করা নয়, প্রশাসনের কতিপয় ব্যক্তির কাজ হচ্ছে বিরোধীমত নির্মূল করা, মিথ্যা মামলায় ফাঁসানো আর টাকাপয়সা উপার্জনে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি করা।

তিনি বলেন, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। ব্যাংকগুলো থেকে অনিয়ম করে ভুয়া কাগজপত্র দেখিয়ে দরবেশরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে, দেশ থেকে ডলার বাইরে চলে যাচ্ছে। যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে, টাকার মান কমছে, জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এ সরকারের পতন না হলে কারও রক্ষা নাই। সরকার একগুঁয়েমি করে নির্বাচন করলে স্যাংশনের কালো মেঘে ঢেকে যাবে। যা দেশে দুর্ভিক্ষ ডেকে আনবে। তাই দেশ বাঁচাতে সবাইকে রাস্তায় নেমে গণআন্দোলন গড়ে সরকারকে বিদায় দিতে হবে।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, পরিষদের সদস্য সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুবঅধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা