× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে : সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১২:৪৫ পিএম

নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে : সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ কর্মসূচি থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলে দাবি জানিয়েছে দলটি। অন্যথায় নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে জোটটি।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দলটির মিছিল শুরু হয়। শেষ হয় বিজয়নগর মোড়ে গিয়ে।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ঘন ঘন বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কোথাও থেকে ভরসা পাচ্ছেন না। তিনি যেকোনো মূল্যে এবারের নির্বাচনেও ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া। অথচ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে; নয়তো নির্বাচনে কারচুপি অনিবার্য।’

মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক, অধ্যক্ষ নজরুল ইসলাম, শেখ আলীম উল্লাহ আলীম, আসাদুল হক অহিদুলসহ জোটের অন্য শীর্ষ নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা