× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ আগস্টের ঘাতকচক্র এখনও সক্রিয় : মতিয়া চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:০৯ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৪৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবে বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মতিয়া চৌধুরী। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মতিয়া চৌধুরী। প্রবা ফটো

দেশকে নেতৃত্বশুন্য করতে ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্দেশদাতারা এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটানো হয়েছিল। সেই ঘাতকচক্র এখনও সক্রিয়। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হামলা থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেঁচে যাওয়া প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আল্লাহ যদি তার রহমতের চাদর দিয়ে নেত্রীকে সেদিন রক্ষা না করতেন, তাহলে কোনো অংকেই তার বাঁচার হিসাব মেলে না। শব্দে তার কানের পর্দা ফেটে গিয়েছিল।’

আইভি রহমান নারীমুক্তি আন্দোলনের নেতা ছিলেন মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘আইভী জেনে নাও, তুমি নারীমুক্তির জন্য সংগ্রাম করেছ। মেয়েদেরকে অধিকারগুলো হাতে তুলে দিচ্ছে সরকার, আজ সে সবচেয়ে বেশি খুশি হতো, হাসি দেখতাম আইভি রহমানের। সে আজ নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। মির্জা ফখরুল, হতাশা তো কেবল শুরু হয়েছে। আপনারা ভেবেছিলেন আপনাদের বিদেশি প্রভুরা এসে আপনাদের ক্ষমতায় এসে বসিয়ে দিয়ে যাবে। সেই ক্ষমতার লোভ দেখিয়ে, মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে ভেবেছিলেন এই আন্দোলনে হয়তো সরকারের পতন হয়ে যাবে। আমরা বহুবার বলেছি, এই সরকার আওয়ামী লীগের সরকার, এই সরকার শেখ হাসিনার সরকার। এই সরকারের প্রতি দেশের ৭০-৮০ ভাগ মানুষের সমর্থন আছে। অতএব এই সরকারকে এভাবে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। এতে মানুষের সমর্থন পাওয়া যাবে না, তা আজকে প্রমাণিত। ’

আইভী রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা