প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০৯:৫৭ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১০:৫৬ এএম
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ফটো
শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ‘আমেরিকাকে ভারত বিশেষ বার্তা দিয়েছে’- এমন ইস্যু নিয়ে যে আলোচনা চলছে তাতে বিশ্বাস নেই বিএনপির। দলটি মনে করছে, ভারতের একটি পত্রিকা যে তথ্য দিয়েছে, সেটি ভারত সরকারের বার্তা নয়। কারণ তারা এখনও বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়াসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে ভারত পূর্ণ সমর্থন দেবে। তবে এমন খবর সত্য হলে তা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মনে করছে বিএনপি।
বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, আনন্দবাজার পত্রিকা ওই প্রতিবেদনের মাধ্যমে নিজেদের চিন্তাভাবনা ভারত সরকারের বলে প্রকাশ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অন্যতম নীতিনির্ধারক ও দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের কয়েকটি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন।
ভারতের এই কূটনৈতিক বার্তার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমরা পত্রিকায় দেখলাম ডয়চে ভেলের বরাতে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে খুবই দুর্ভাগ্যজনক এজন্য যে, আজকে বাংলাদেশের সংকটের মূলে হচ্ছে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসনব্যবস্থা। সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ, যারা গণতন্ত্রের কথা বলে সব সময়, গণতন্ত্র আপহোল্ড করার চেষ্টা করে... তাদের কাছে এটা অপ্রত্যাশিত, যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে।’
তিনি বলেন, ‘এই কথাটা আমরা কখনোই বলতাম না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, এই মন্তব্য করে তারা বাংলাদেশে রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা (ভারত) কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্যও তা শুভ হবে না।’
তবে তিনি আশা করেন, ‘ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে ভারত পূর্ণ সমর্থন দেবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘আমেরিকাকে দেওয়া ভারতের কূটনৈতিক বার্তাকে’ ভারত সরকারের নয় বলে মন্তব্য করেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা ওই পত্রিকার রিপোর্টার যে স্বপ্ন দেখে, তা ভারতের বলে প্রতিবেদনে প্রকাশ করেছে। মূলত পত্রিকার নিজস্ব চিন্তাভাবনাই খবরে প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে ভারত সরকারের মতামতের কোনো সম্পর্ক নেই। তাদের এই খবর বিভ্রান্তি সৃষ্টি করবে।’
তিনি ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও বড় কিছু উল্লেখ করে বলেন, ‘এ সম্পর্ক নির্ধারিত হয় উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে।’
এদিকে এমন তথ্য সংবাদপত্রে প্রকাশ হওয়ার পর সুধীজনদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। সবাই জানতে চান, ‘আমেরিকাকে দেওয়া’ এই বার্তায় ভারত কী বোঝাতে চায়?