× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘১০ দফা দাবিনামা তৈরি করেছে বিএনপি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ২০:৪৩ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১১:৩৫ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের জন্য ‘১০ দফা দাবিনামা’ তৈরি করছে বিএনপি—এমন দাবি করেছেন ২০-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকীব। তবে বিএনপি এ দাবির সঙ্গে একমত নয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংলাপ শেষে আবদুর রকীব বলেন, বিএনপি ১০ দফা দাবিনামা তৈরি করেছে। এর সঙ্গে ইসলামী ঐক্যজোট সম্পূর্ণ একমত।

তিনি বলেন, ‘আমি শুধু যোগ করব, এ দেশের নিরীহ আলেম-ওলামা যারা জেলখানায় বন্দি রয়েছেন তাদের মুক্তি দাবি। আর সবকিছুর সঙ্গে আমরা একমত পোষণ করেছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ দেশে এমন গণআন্দোলন হবে যার মাধ্যমে এই জালেম সরকারের পতন হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিলাভ করবেন।’

সংলাপে অংশ নেওয়া ২০-দলীয় জোটের আরেক শরিক দল ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণিও বলেছেন, ১০ দফা নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা চান এক দফা।

তিনি বলেন, এরশাদ পতন আন্দোলনের মতো এক দফা এক দাবি তাদের। শেখ হাসিনার পদত্যাগ।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাই।’

তবে ১০ দফা নিয়ে সংলাপে আলোচনা প্রসঙ্গে ভিন্নমত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের রকীব সাহেব কিন্তু ১০ দফার কথা বলেছেন। আসলে ১০ দফা বলতে কিন্তু কিছু নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এগ্রিড (সম্মত) দফাগুলোর কথা পরে জানাব।’

সংলাপ শেষে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার লুণ্ঠনকারী সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। প্রথম দফার আলোচনা শেষ করেছি। দ্বিতীয় দফায় আমরা মূল দাবিগুলো নিয়ে আলোচনা করছি।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা ১১টি দলের সঙ্গে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করেছি ডেমোক্রেটিক লীগ ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে। আমাদের যে মূল দাবি তা হচ্ছেগণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি, আমাদের নেতা তারেক রহমানসহ ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অনির্বাচিত সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। সেই সঙ্গে আমরা আলোচনা করেছি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূলবৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে।’

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি এসব বিষয় নিয়ে যুগপৎ আন্দোলনে।’

বিভাগীয় সমাবেশগুলো থেকে কী প্রত্যাশা করেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে এ সমাবেশগুলোর মধ্য দিয়ে। জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ সমাবেশগুলোর মধ্য দিয়েই আমরা এ সরকারের পতন ঘটাব।’

তিনি বলেন, ‘আমরা যখন সিদ্ধান্ত চূড়ান্ত করে আপনাদের সামনে আসব তখন আপনারা দেখতে পাবেন।’

মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সংলাপে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

ইসলামী ঐক্যজোটের পক্ষে সংলাপে অংশ নেন দলের চেয়ারম্যান মওলানা আবদুর রকীব, সাধারণ সম্পাদক আবদুল করিম খান, ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আহসান, সামছুল হক, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রোকন, প্রচার সম্পাদক আনওয়ান আনসারী প্রমুখ।

ডেমোক্রেটিক লীগের পক্ষে সংলাপে অংশ নেন দলটির সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মণি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, প্রচার সম্পাদক কাউসার আলী, তথ্য-গবেষণা সম্পাদক ইয়াহিয়া মুন্না প্রমুখ।


প্রবা/টিকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা