× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর পক্ষে কথা বলা তারেক-ফখরুলের রাজনীতি করার অধিকার নেই : জাসদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২১:১৫ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২১:৩৬ পিএম

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সংগৃহীত ফটো

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সংগৃহীত ফটো

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে কথা বলা তারেক-ফখরুলদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ কথা জানান বলে দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিচার হয়। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্য আদালতে, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে, প্রত্যক্ষ সাক্ষীদের দীর্ঘ সাওয়াল-জবাব, আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে দোষী সাব্যস্ত হওয়ায় সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

কিন্তু বিএনপির তারেক-ফখরুলরা এ বিচারকে ‘রাজরোষ’ অভিহিত করে দেশের আইন এবং যুদ্ধাপরাধীদের বিচারকে অস্বীকার করেছেন। বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছেন। তারা ৮৪ বছর বয়সে সাঈদীর হার্ট অ্যাটাকে স্বাভাবিক মৃত্যুকে চিকিৎসাবিহীন মৃত্যু বলে দেশের চিকিৎসাব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সাঈদীর প্রকাশ্যে সমর্থনদানকারী দল বিএনপি এবং নেতা তারেক-ফখরুলের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা