× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটাধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের বিদায় ছাড়া পথ নেই : রব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৬:৩৬ পিএম

জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আ স ম  আবদুর রব। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আ স ম আবদুর রব। প্রবা ফটো

ভোটাধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের বিদায় ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম  আবদুর রব।

তিনি বলেন, ‘আমি পরিস্কার করে বলে দিতে চাই, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সুতরাং এই সরকারকে বিদায় করা ছাড়া অন্য কোনো পথ নেই। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও লড়াই করতে হবে। ছাত্র, যুবক ও শ্রমিকসহ দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার সরকারকে বিদায় করতে হবে।’

মঙ্গলবার (৮ আগস্ট ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ’- শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আ স ম রব বলেন, ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি। আর পরিবর্তন হলে এক দলের পরিবর্তনে আরেক দল, এক নেতার পরিবর্তনে আরেক নেতা আসবেন। ‘জনগণ বলে যে, সরকার পরিবর্তন হয়। কিন্তু আমাদের তো কোনো পরিবর্তন হয় না। এক লোক বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা গরীব মানুষ তো স্বাধীন হইনি। তাহলে এই স্বাধীনতার অর্থ কি?’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আইয়ুব খান ও স্বৈরাচারের বিরুদ্ধে যাদের সঙ্গে মিলে মিছিল-মিটিং করেছি, তারা এখন সরকারের ভাষায় কথা বলেন। পুলিশ গুলি করে হত্যা করলে একটা বিবৃতি দেন না। মিথ্যা ও গায়েবি মামলা, যে বিদেশে আছে এবং মারা গেছেন সেও আসামি। সেই মামলারর বিরুদ্ধেও প্রতিবাদ করে একটা বিবৃতি দেন না। একবার চিন্তা করেন দেখেন- এখন যেটা চালিয়ে যাচ্ছেন, আপনারা যদি আবার ক্ষমতায় থাকেন এবং যে নির্বাচনের কথা বলছেন- আপনারা কিন্তু কেউ রেহাই পাবেন না। আর এটা এখন রাজনৈতিক জোট নেই। ১৪ দল হয়ে গেছে সরকারি জোট।’

রব বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে যেটা অর্জন করেছিলাম, সেটা চুরি হয়ে গেছে। এই ক্ষমতাসীন দল চুরি করে ফেলেছে। তাই আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে চাই। এই লড়াই গণতন্ত্রের জন্য লড়াই, এই লড়াই জনগণের মৌলিক অধিকারের লড়াই এবং এই লড়াই ভোটের অধিকারের লড়াই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা