প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২০:২২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ০০:১১ এএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। ফোকাস বাংলা ফটো
সোমবার (৭ আগস্ট) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। ওই দিন বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে এই সমাবেশের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
শুক্রবার (৪ আগস্ট) বিকালে ১৪ দল আয়োজিত সভায় তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মায়া বলেন, সোমবারের পর এই মাসে আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।
সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতারসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে জোটের নেতারা বলেন, ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।