প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৪:৩৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৫:২৪ পিএম
রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। প্রবা ফটো
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা মহানগরী উত্তরে একটি মিছিল মিরপুর-১ গোলচত্বর থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে ঢাকা মহানগরী দক্ষিণের মিছিলটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত গিয়ে সমাবেশ করে।
মিরপুরে মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ রেজাউল করিম।
মিরপুর-১ গোলচত্বর থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয় মিছিলটি।
এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, জিয়াউল হাসান, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন প্রমুখ।
ঢাকা মহানগরী দক্ষিণের মিছিলটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।