প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৮:১৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৮:২৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রবা ফটো
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, যদি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ২০১৪ ও ২০১৮ সালের মতো ধোঁকাবাজির নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা।
চরমোনাই পীর বলেন, ‘আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু একই অভিযোগে মামলা হলে আদালত থেকে সরকারি দল খালাস পায় আর বিরোধী দলের হলে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়। এটা কি ন্যায়বিচার হলো?’
তিনি বলেন, ‘১৫ আগস্টের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে মায়াকান্না করে ইতিহাস রচনা করছেন। কিন্তু তার শাসনামলে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক নারী স্বামীহারা হয়েছেন। তাদের জন্য যদি আপনার মায়া না হয় তাহলে আপনার ওই মায়াকান্না লোক দেখানো ছাড়া আর কিছু না।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। আপনারা বিরোধীদের ওপর হামলা করে যে উদাহরণ সৃষ্টি করছেন তা সত্যিই দুঃখজনক। আপনারা এদেশের সন্তান, এদেশের জনগণের সাথে বেইমানি করবেন না।’
এ সময় আগামী ৫ আগস্ট বিকাল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।