× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কেউ আসুক বা না আসুক শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ২০:৩০ পিএম

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সংসদ সদস্য ডা. আফম রুহুল হক। প্রবা ফটো

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সংসদ সদস্য ডা. আফম রুহুল হক। প্রবা ফটো

কেউ আসুক বা না আসুক নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক। তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে।’

বুধবার (২৬ জুলাই) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে হুইলচেয়ার, ভ্যান, ছাগল বিতরণ করেন।

রুহুল হক বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল। সেটাকে আমরা ২৫ হাজারে উন্নতি করেছি। বিএনপি-জামায়াত সরকারের আমলে কৃষকদের সার ও বিদ্যুতের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। এখন আর সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। বিদ্যুতের ফেরিওয়ালা বাড়ি এসে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে সরাতে দেশী-বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে স্বাধীনতা বিরোধীরা।’

তিনি বলেন, ‘পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো আরও উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি মনোনয়ন পেলে আমাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

আলোচনা শেষে ২২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, অসহায়দের মধ্যে ২২টি ভ্যান ও ৮০ জনকে একটি করে ছাগল দেওয়া হয়। পরে আশাশুনি হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রনি আলম নূর, আশাশুনি থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. নাজিমুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা