× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি আদায়ে রাজপথেই থাকতে হবে : রিজভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৪:৫৮ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৫:২৩ পিএম

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন কর্মসূচিতে রুহুল কবির রিজভী। ছবি : প্রবা

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন কর্মসূচিতে রুহুল কবির রিজভী। ছবি : প্রবা

দাবি আদায়ে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক মানববন্ধন কর্মসূচি থেকে বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আপনারা মার খাবেন কিন্তু পিছু হটবেন না। যেখানেই মার খাবেন সেখানেই বসে পড়বেন। তারপর শুরু হবে নতুন কঠোর কর্মসূচি। দাবি আদায়ের জন্য আপনাদের রাজপথেই থাকতে হবে।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অভিযোগ, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে সকালে আয়োজিত তাদের সমাবেশ করতে দেয়নি পুলিশ। সকাল সাড়ে ১০টার এ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর থাকার কথা ছিল।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু নেতাকর্মীদের প্রেস ক্লাবের সামনে জড়ো হতে বাধা দেয় পুলিশ।’

তিনি বলেন, ‘তারা বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও আমাদের কর্মসূচির ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছি। এখানেও পুলিশ বাধা দিয়েছে। আমাদের মাইক কেড়ে নিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘মেট্রোপলিটন সিটিতে সভাসমাবেশ করতে হলে আগে অনুমতি নিতে হয়। এ রকম অনুমতি তাদের ছিল না। তাদের অনুমতি নিয়ে আসতে বলা হয়েছে।’ 

রিজভী এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ শিক্ষকদের সমাবেশ করতে দেওয়া হয়নি। আমি এর নিন্দা ও ধিক্কার জানাই। সরকার মনে করছে বিএনপি নেতাকর্মীদের মেরে কবরে পাঠালেই আমরা থেমে যাব। কিন্তু না। সারা দেশে আমাদের নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত।’

তিনি মানবাধিকার কর্মী সুলতানা কামালের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের সমালোচনা করে বলেন, সুলতানা কামাল মানবাধিকার কর্মী নন, তিনি আওয়ামী অধিকারের কর্মী। তিনি বাংলাদেশের মানুষের পক্ষে নন। তিনি আওয়ামী লীগের স্বার্থেই কথা বলেছেন।

রিজভী বলেন, ‘সুলতানা কামাল চান গুমের সংস্কৃতি চালু থাক। আওয়ামী ফ্যাসিবাদ চালু থাক। অন্য দেশের সংস্কৃতি এখানে চালু থাক। সেজন্যই মানুষ হত্যাকারী দুর্বিনীত শাসককে মদদ দিচ্ছেন। আমি তার সাক্ষাৎকারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ওদিকে ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও যশোরে আমাদের নেতাকর্মীদের গুলি করে মারা হচ্ছে। বিএনপি আন্দোলন করছে মানুষের জন্য।’ 

অধ্যক্ষ সেলিম ভুইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রবা/রাই/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা