× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ওয়ান ইলেভেন পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে বিএনপি : নিখিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৯:০৯ পিএম

ফের ওয়ান ইলেভেন পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে বিএনপি : নিখিল

বিএনপির কারণে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, আবার তারা সে ধরণের একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে।

শনিবার (২২ জুলাই) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, তারুণ্যের সমাবেশের নামে বিএনপি সারা দেশকে জিম্মি করতে চায়। ‘সন্ত্রাসীদের নেতৃত্বে’ তারা এই সমাবেশ করছে।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের যুব ও ছাত্র সমাজকে অবৈধ অস্ত্র, অবৈধ অর্থ ধরিয়ে দেওয়া দল। সেই বিএনপি-জামায়াত মাঠে নেমেছে বিদেশি প্রভুদের আর্শিবাদ নিয়ে। তারা বলতে চায়, দেশে তাদের কথা বলার অধিকার নাই, মানবাধিকার নাই। বিদেশি প্রভুদের দারস্থ হয়ে তারা এসব কথাই বলে।

আওয়ামী লীগের একাধিক নেতাকে হত্যার উদাহরণ তুলে তিনি বলেন, বিদেশি প্রভুরা কি ২০০১ থেকে ২০০৬ সালের ঘটনা দেখে না? কোনো বিদেশি প্রভুদের কথায় কাজ হবে না। যথা সময়েই নির্বাচন হবে।

আগামী সোমবার (২৪ জুলাই) যুবলীগ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে কর্মসূচি পালন করবে বলেও জানান মাইনুল হোসেন খান নিখিল।

সমাবেশে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, বিএনপি আবারও বাংলাদেশকে পাকিস্তান করতে চায়, তারা বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চায়। মুজিব আদর্শের সকল সৈনিককে আবারও মুক্তিযুদ্ধে নামতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এবার রাজাকারদের বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা