× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ ভেঙে পড়ে সাংবাদিকসহ আহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৭:০১ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ ভেঙে পড়ে শনিবার দুপুর ২টার দিকে। সংগৃহীত ফটো

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ ভেঙে পড়ে শনিবার দুপুর ২টার দিকে। সংগৃহীত ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন অঙ্গ সংগঠন আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় এক নারী সাংবাদিকসহ দুজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সমাবেশ চলাকালে শনিবার (২২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে মঞ্চ ভেঙে পড়ে। পরে আহতদের দুপুর আড়াইটার দিকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

আহতরা হলেন, বাংলা টিভির সাংবাদিক শিরিন আক্তার ও যুবদলকর্মী মো. নাঈম।

তাদের হাসপাতালে নিয়ে আসা হাবিব উদ্দিন বলেন, ‘সমাবেশ চলাকালে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। আমিও হালকা আহত হই। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।’

বাচ্চু মিয়া জানান, বিএনপির সমাবেশ থেকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন নাঈমের এক পা ভেঙে গেছে। শিরিন পায়ে আঘাত পেলেও গুরুতর নয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাঈমকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর শিরিনের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক এই উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি নতুন কর্মসূচি ঘোষণাও করতে পারেন।

ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আজকের তারুণ্যের সমাবেশ হচ্ছে। এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা