× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দফা আন্দোলনে সরকার পতন হবে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ২১:১২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সবাই মিলে অনেকগুলো দফায় যুগপৎ আন্দোলন করছি, সেই আন্দোলন চলমান রয়েছে। এটাকে কীভাবে কাছাকাছি এনে এক দফা আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস (বিশদ) আলোচনা করেছি।এক দফা আন্দোলনে সরকার পতন হবে।’

শুক্রবার (৭ জুলাই) বিকালে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এক যৌথ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এ আশাবাদ ব্যক্ত করেন।

এক দফা আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে পদত্যাগে বাধ্য করব। সেই সঙ্গে অবৈধ সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে এই সরকারকে জনগণ বাধ্য করবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে ফ্যাসিবাদী লুটেরা গণবিরোধী যে অবৈধ সরকার ক্ষমতায় আছে, যারা জোর করে, সংবিধান লঙ্ঘন করে শুধু রাষ্ট্রযন্ত্রকে অন্যায় ও বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকারসেই অধিকার হরণের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি।’

মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের আগামী দিনের কর্মসূচি কী হবে, সে বিষয়ে গতকাল তারা আলোচনা করেছেন। এই বৈঠকের মধ্য দিয়ে তারা একমত হয়েছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা যৌথ ঘোষণা উপস্থাপন করবেন এবং তারপর দেশব্যাপী একটি ‘গণসম্পৃক্ত গণ-আন্দোলন’-এর মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন।

লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা বলেছি, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যে এক দফা আন্দোলনে আমরা যাচ্ছি। এ ব্যাপারে বাংলাদেশে যেমন জনমত সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য-সহযোগিতা পাচ্ছি।’

বৈঠকে গণফোরামের নেতা অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব ছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা