× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিষ্কার কথা, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৯:১৭ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৯:৪০ পিএম

পরিষ্কার কথা, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না : মির্জা ফখরুল

এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের পরিষ্কার কথা, আপনারা পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। কারণ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।’

শুক্রবার (২৩ জুন) বিকালে রাজধানীর শাহজাদপুরে সুবাস্ত শপিংমলের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতি, নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, তা আমাদের দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্র নাকি তাকে সরাতে চায়। এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তার মানে তিনি জেনে গেছেন আন্তর্জাতিক মহল তাকে সমর্থন দিচ্ছে না। আপনি এই মুহূর্তে সরে যান, পদত্যাগ করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন।’

মির্জা ফখরুল বলেন, ’একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। জনগণের দ্বারা নির্বাচিত হয়নি। ২০১৪ সালে তারা একতরফা নির্বাচন করেছে। ১৫১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার গঠন করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে তারা জোর করে ক্ষমতা দখল করেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ’এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। একই সঙ্গে তারা নির্বাচনের কথা বলছে। নির্বাচন এখন সরকারের খেলায় পরিণত হয়েছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের অধীনে কোনো কালেই নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জবরদখল করে ক্ষমতায় বসা এ সরকারকে সরাতে হবে। আমাদের আন্দোলনকে সরকার ভয় পায় বলেই আমাদের নেতাকর্মীদের জুলুম নির্যাতন করা হচ্ছে।’ 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা প্রমুখ।

সমাবেশ শেষে বিকাল সাড়ে চারটায় পদযাত্রা বের করা হয়। সমাবেশস্থল থেকে পদযাত্রা শুরু হয়ে রামপুরার আবুল হোটেলে গিয়ে শেষ হয়। শ্রমিক দলের পদযাত্রার কারণে যাত্রাবাড়ী থেকে উত্তরা পর্যন্ত সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা