× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশিদের কাছে রোজ-রোজ নালিশ ছাড়া বিএনপির কোনো কাজ নেই : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৫:৩৯ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

নিজ দেশ সম্পর্কে বিদেশিদের কাছে প্রতিদিন নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির একমাত্র সম্বল মিথ্যাচার। বিদেশিদের কাছে রোজ-রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। 

রবিবার (৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এটি অনুষ্ঠিত হয়। 

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে তিনি দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না।’

লোডশেডিং নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লোডশেডিংয়ে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীও কষ্ট পাচ্ছেন। সংকট সমাধানে সরকার দিন-রাত কাজ করছে।’

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

এর আগে নওগাঁ জেলা সদর উপজেলায় সরিষাহাটির মোড়ে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা