× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১২:৫৫ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৩:৩৯ পিএম

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রবা ফটো

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১৪ দফা দাবিতে আগামীকাল রবিবার রোডমার্চ কর্মসূচি শুরু করবে ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চ। রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৩ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

লিখিত বক্তব্যে সাইফুল হক বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে এ রোডমার্চের ডাক দেওয়া হয়েছে।’

তিনি বলেন, রবিবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত ঘোষণা শেষে রোডমার্চের যাত্রা হবে। বেলা ১১টায় গাজীপুর চৌরাস্তায় ও বিকাল ৪টায় টাঙ্গাইলে ঢাকা-রংপুর মহাসড়কের করাতিপাড়া মোড়ে সমাবেশ হবে। পরদিন ৫ জুন বেলা ১১টায় সিরাজগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তি সোপান চত্বরে সমাবেশ হবে। সেদিন বিকাল ৪টায় বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে। ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় এবং বিকাল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ হবে। রোডমার্চের সমাপনী দিনে ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে ইনস্টিটিউট চত্বর ও বিকাল ৪টায় রংপুরের টাউন হলে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে।

সাইফুল হক বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এ রোডমার্চ হতে যাচ্ছে। আমরা যেকোনো ধরনের উস্কানি পরিহার করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সম্পন্ন করতে চাই।

রোডমার্চে অংশগ্রহণ করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারীসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা