× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আইএমএফকে খুশি রেখে বাজেট’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৯:৪০ পিএম

‘আইএমএফকে খুশি রেখে বাজেট’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) খুশি রেখে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি।

প্রাথমিক প্রতিক্রিয়ায় সাইফুল হক বলেন, ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর নেই। আইএমএফকে খুশি রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। আইএমএফের শর্ত পূরণে বাড়তি যে ৪৮ হাজার কোটি টাকা কর আদায় করতে হবে, তা দিতে হবে সাধারণ মানুষকে।’

স্মার্ট বাংলাদেশের জন্য নাগরিকদের যে অধিকার ও সক্ষমতা দরকার বাজেটে তার কোনো নির্দেশনা নেই বলে উল্লেখ করেন সাইফুল হক।

তিনি আরও বলেন,  ‘সেবা খাতে ভর্তুকি কমিয়ে বাজেটে প্রকৃত বরাদ্দ সংকুচিত করা হয়েছে। ৪৪টি সেবা পেতে ন্যূনতম কর হিসেবে যে ২ হাজার টাকা গুনতে হবে, তা রীতিমতো অত্যাচারের শামিল। দুঃসময়ে সমতাধর্মী যে বাজেট দরকার ছিল, বাজেটে তা অনুপস্থিত। বাজেটের পর দারিদ্র্য ও নিঃস্বকরণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

মুদ্রাস্ফীতি কমিয়ে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি পাবে কি না, তারও কোনো নির্দেশনা নেই বলে জানান সাইফুল হক। তিনি বলেন, ‘বাজেটে রাজস্ব ব্যয়সহ অনুৎপাদনশীল ব্যয় কমিয়ে আনার কোনো প্রস্তাব নেই। নেই করের আওতা বৃদ্ধি করে ও বিত্তবানদের ওপর বর্ধিত কর আদায় করে রাজস্ব বৃদ্ধির দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য কোনো প্রস্তাব।’

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, বন্ধ পাটকল ও চিনিকলসহ জাতীয় শিল্পের বিকাশ  ও প্রকৃত উদ্যোক্তাদের জন্য বাজেটে নির্দিষ্ট কোনো প্রস্তাব নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা