× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সতর্ক করতে যুক্তরাষ্ট্রের তৃতীয় পদক্ষেপ ভিসানীতি : আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৯:২৮ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনায় কথা বলেন আমীর খসরু। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনায় কথা বলেন আমীর খসরু। প্রবা ফটো

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতিকে সতর্কতার তৃতীয় পদক্ষেপ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রথমে ভোটচুরি-কারচুপি নিয়ে আওয়ামী লীগ সরকারকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। এরপর আগামী সংসদ নির্বাচন নিয়ে সতর্ক করল; সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার কথা বলে। তাতেও যখন কিছু হলো না, তারা নতুন পদপেক্ষ নিল; বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকার ভোটচুরি করেছে। এটি এখন মার্কিনদের কাছে দিনের আলোর মতো পরিস্কার।

বুধবার (৩১ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও বাংলাদেশের সংকট’ শীর্ষক এই সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ।

এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সচিব মোফাজ্জল করিম, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম।

আমীর খসরু বলেন, ‘বিএনপির চলমান আন্দোলনে ১৭ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিচার বিভাগ ব্যবহার করে বিএনপির শীর্ষ নেতাদের জামিন বাতিল করা হয়েছে। তাদের জেলে পাঠানো হলো। এগুলো ভোটচুরিরই অংশ। আওয়ামী লীগ সরকারের মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্র হাড়েহাড়ে বুঝে গেছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া রাজনৈতিক দলগুলোর কোনো আলোচনা হতে পারে না। আগে দেশে স্বস্তি ফিরে আসতে হবে। মানুষ যেন মুক্তভাবে কথা বলা ও চলাফেরা করতে পারে। এজন্য এই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হবে। তারপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আলোচনা হতে পারে।’

শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত হানতে পারে। অনেক মেধাবী তরুণ আছে, যারা শুধু ছাত্রলীগ, যুবলীগ করার কারণে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না।’

নুরুল হক নুর বলেন, ‘পদত্যাগের পর আওয়ামী লীগ সরকারের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। তার আগে নয়। অন্যথায় আওয়ামী লীগকেই বেগ পেতে হবে। তারা নিজেরা নিজেদের বিপড ডেকে আনবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা