× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি-অর্থ পাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন : ডা. ইরান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৬:১৪ পিএম

দুর্নীতি-অর্থ পাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন : ডা. ইরান

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মেহনতি মানুষ দিশেহারা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। আর দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণেই দ্রব্যমূল্য লাগামহীন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সর্ষে ফুল দেখছে। নিত্যপণ্যের বাজারে আগুন জ্বলছে, সাধারণ মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নেই। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশচুম্বী। দফায় দফায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে। দেশে জনগণের সরকার না থাকায় দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে।’

রবিবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘মার্কিন ভিসানীতি সরকারের অপকর্মের ফসল। দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশে আজ ভয়াবহ সংকট তৈরি হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়ে দিতে দফায় দফায় দাম বৃদ্ধি করছে। ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে।’

ডা. ইরান আরও বলেন, ‘দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ হলেও অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাঁধে। বিদ্যুৎকেন্দ্র আছে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল নেই। এই পরিস্থিতি বদলাতে ব্যবসায়ী তোষণকারী ফ্যাসিবাদী সরকার হটাতে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা