× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি দিলেন মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:৩৫ পিএম

বিক্ষোভ সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিক্ষোভ সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

‘মিথ্যা মামলা, পুলিশি হয়রানি ও দুর্নীতির’ প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শরিকদের নিয়ে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

কর্মসূচিগুলো হলো- আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ হবে। 

মির্জা ফখরুল সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, ‘তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাঠে বল নিয়ে ক্যারিকেচার করে লাভ হবে না। গোল আমরাই দেব।’

রমজানের পর এই প্রথম যুগপৎ কর্মসূচি ঘোষণা দিল বিএনপি। এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর মাঠে আসছে বিএনপি ও তার মিত্ররা। 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত বছরের ডিসেম্বর মাস থেকে যুগপৎ কর্মসূচি করে আসছে তারা। এরই মধ্যে গণমিছিল, গণঅবস্থান, পদযাত্রা, মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে তারা।

খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং ‘গায়েবি মামলায় গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির’ প্রতিবাদে এ সমাবেশ হয়। 

ঈদ-পরবর্তী এই কর্মসূচির মাধ্যমে ঝিমিয়ে পড়া আন্দোলনে গতি সঞ্চার করতে এ সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় শোডাউন করে দলটি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান। 

সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা