× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার পতনে গণ-অভ্যুত্থানের আহ্বান ইনসাফ কমিটির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৬:১৫ পিএম

জাতীয় ইনসাফ কায়েম কমিটির সভায় বক্তারা। প্রবা ফটো

জাতীয় ইনসাফ কায়েম কমিটির সভায় বক্তারা। প্রবা ফটো

নাগরিক অধিকার, মানবাধিকার, সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারের পতন অত্যাবশ্যকীয় দাবি করে বর্তমান সরকারকে বিদায় করতে গণ-অভ্যুত্থানের আহ্বান জানিয়েছে জাতীয় ইনসাফ কায়েম কমিটি।

বৃহস্পতিবার (১১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ইনসাফ কায়েম কমিটির ‘মানবাধিকার ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। আলোচনা সভায় সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পতনের জন্য গণ-অভ্যুত্থানের কথা বলেন বক্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ইনসাফ কমিটির আহ্বায়ক বিশিষ্ট কবি ও লেখক ফরহাদ মজহার। বিশেষ অতিথি ছিলেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সাংবাদিক শওকত মাহমুদ।

ফরহাদ মজহার বলেন, ‘কেউ কমিউনিস্ট হতে পারে, কেউ ইসলামি হতে পারে, কেউ অন্য কিছু হতে পারে, অনেকের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। পৃথিবীর কোথাও সম্মিলিত আন্দোলন ছাড়া গণতান্ত্রিক মুক্তি আসে নাই।’

বাংলাদেশের সমস্যা বাংলাদেশের জনগণকেই সমাধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। গণ-অভ্যুত্থান কখনোই বেআইনি না। মুক্তিযুদ্ধ কি বেআইনি কোনো কাজ ছিল? আন্দোলন মানেই বিদ্যমান আইনকে চ্যালেঞ্জ করা। নিয়মতান্ত্রিক আন্দোলন বলে কিছু নেই।’

সরকার দেশের মানুষের সব ধরনের মানবাধিকার হরণ করেছে দাবি করে গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘’মুখে মহামান্য, মাননীয় বললেও দেশের মানুষ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে সম্মান করে না। অনেকেই বিনা ভোটের সংসদ সদস্যদের মাননীয় বলে সম্বোধন করেন। কিন্তু তাদের নামে তো প্রতারণার মামলা হওয়া উচিত। প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের আমি সম্মান করি না। ওবায়দুল কাদের সাহেব বলছেন, ‘‘এবার ভোট সুষ্ঠু হবে।’’ পরীক্ষিত ভোটচোরদের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা যাবে, তারা গাদ্দার হিসেবে বিবেচিত হবে।’’

শওকত মাহমুদ বলেন, ‘আজকের বাংলাদেশে মানবাধিকার নেই। বিশেষ করে, দেড় দশক ধরে আমরা লক্ষ করেছি, দেশের মানুষের স্বাধীনতা নেই। দেশের বর্তমান সরকার মানবাধিকার, গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বিশ্ব আমাদের চাপ দিলেও সেটা আমরা পরোয়া করছি না। অথচ আমরা শুধু বারবার একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। একটি সুষ্ঠু নির্বাচন কখনও বাংলাদেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করতে পারে না। তাই আমরা মনে করি, আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সম্পূর্ণরূপ বাস্তবায়ন করতে হবে। তাহলে একটি গণজাগরণ সৃষ্টি হবে। একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মানবাধিকারভিত্তিক রাষ্ট্র পেতে পারি।’

সভায় আরও বক্তব্য দেন হিউম্যান রাইটস মিশনের চেয়ারম্যান ড. আবদুল মালেক ফরাজী, বাংলাদেশ পুনর্গঠন আন্দোলনের সভাপতি মহসিন রশীদ, জাতীয় সংহতি মঞ্চের নেতা আশরাফুল হক, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক খালেদ সারোয়ার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা