× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে নির্বাচন হবে : মতিয়া চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:১৬ পিএম

সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে নির্বাচন হবে : মতিয়া চৌধুরী

যথাসময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। সোমবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ’নির্বাচন নিয়ে আজকে অনেকেই অনেক কথা বললেন। কিন্তু যাই হোক, দেশে গণতন্ত্র আছে। নির্বাচন সময়মতো হবে। সাংবিধানিক উপায়ে হবে। শেখ হাসিনা কোনো  দিন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেননি। আজকে জাতিসংঘে উনি যে যাচ্ছেন, সেখানে তার যে সম্মান তা আমাদের সম্মান।‘

ডা. ওয়াজেদ মিয়াকে স্মরণ করে এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, ’তিনি মনেপ্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। আমরা অনেক সময় গল্প ও নাটকে দেখি কিছু প্রফেসর থাকে ভোলাভালা, তিনিও সেভাবে চলতেন। কিন্তু দেশ ও জাতির জন্য তিনি সব সময় সজাগ ছিলেন। দেশমাতৃকার জন্য যে কর্তব্য তিনি সেদিন তা পালন করে গেছেন।’ 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি বিচ্ছিন্নতাবাদী দল, তাদের রাজনৈতিক সংগঠন ভাবা যায় না। তিনি বলেন, আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালোবাসা লাগে। বিএনপির আন্দোলনের শক্তি নেই। আর বিরোধী দলে থাকলে ওরা আগুন-সন্ত্রাস করে, পেট্রলবোমা মারে, মানুষ মারে। ওরা নির্বাচন প্রতিহতের নামে এমন কোনো সন্ত্রাস নেই যে করেনি। বন্যা বা বর্ষার সময় মানুষের কাছে তারা যায় না। তাদের কাজ শুধু প্রতিহত করা, কিন্তু আমি বলব, প্রতিহত করার শক্তি তাদের নেই।

উপমন্ত্রী বলেন, ’আজ ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান। তার সন্তান সজিব ওয়াজেদ জয় আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার চেষ্টা করছেন। তিনি যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান তেমনি ড. ওয়াজেদ মিয়ারও সন্তান। অর্থাৎ মেধাবী বাবা-মায়ের সন্তান হিসেবে আজ বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও ছায়ার মতো থেকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাচ্ছেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এমএ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এমএ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুরের চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা