× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দপ্তরে ফিরলেন রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৩:৪৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৩:৫৫ পিএম

রিজভীকে  গাড়ি থেকে নামার পর পরই নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন।

রিজভীকে গাড়ি থেকে নামার পর পরই নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন।

কারাগার থেকে মুক্তির পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে গেলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় দলীয় কার্যালয়ের সামনে যান তিনি। এর আগেই তাকে স্বাগত জানাতে নয়াপল্টনে জড়ো হন কয়েক শ অনুসারী।

রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে হকস বের সামনে পর্যন্ত আসেন। এর পর কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান তিনি। এ সময় তাকে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের মশিউর রহমান রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের ইমাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীসহ চার শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হন। রিজভী গ্রেপ্তার হওয়ার পর দলের দপ্তর বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দায়িত্ব দেওয়া হয়।

রিজভী কারাগার থেকে মুক্ত হন গত ২৫ এপ্রিল। মুক্তির পাঁচ দিন পর আজ দপ্তরে ফিরলেন তিনি। আর প্রায় পাঁচ মাস পর তার আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হন শতাধিক অনুসারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা