× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্ত করুন : বুলু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২১:১১ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠান। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠান। প্রবা ফটো

বঙ্গবাজারসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেছেন, মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে, তাদের বিদায় করে সেখানে নতুন করে দখল ও মার্কেট নির্মাণ করা হয় কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই ঘটনার সত্য উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার কথায় কথায় মিথ্যা বলছে। তারা মিথ্যা বলায় শয়তানকেও হার মানিয়েছে। ঈদের পর দুর্বার আন্দোলনের মাধ্যমে এই মিথ্যাবাদী সরকারকে বিদায় জানানো হবে।’

বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শতকরা ৮০ ভাগ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, ‘বঙ্গবাজার, নিউ মার্কেটের ব্যবসায়ীদের শতকরা ৯০ ভাগই নোয়াখালীর মানুষ। এর মধ্যে শতকরা ৮০ ভাগই বিএনপি করেন। বিএনপির আদর্শের মানুষদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাদের মনোবল ভাঙার জন্যই এ অগ্নিকাণ্ডের ঘটনা কি না, তা খতিয়ে দেখতে হবে। এজন্যই বিচার বিভাগীয় তদন্ত করা প্রয়োজন।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সরকার মামলা দিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দি রেখেছে। জনপ্রিয় নেতা তারেক রহমানকে দেশান্তরি করেছে। সে দিন বেশি দেরি নেই, দেশের মানুষ এ সরকারকে বিদায় করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন, খালেদা জিয়া আবারও আমাদের সামনে কথা বলবেন। মানুষ সে দিনের অপেক্ষা করছে।‘

এ ছাড়া বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন প্রমুখ। পরে পথচারী ও দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা