× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পাঁয়তারা করছে সরকার : মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২০:৫৮ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:২৫ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, ক্ষমতাসীন দল পূর্বসূরিদের মতোই একব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায়। যে গণতন্ত্রের জন্য লড়াই করে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এই সরকার সেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করেছে। তারা মানুষের সকল মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিরোধীমতকে দমন করার জন্য তারা একের পর এক অসাংবিধানিক আইন চালু করছে। জনগণের বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন তৈরি করেছে। ভোট ডাকাতির মাধ্যমে সংসদ দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাস করার পাঁয়তারা করছে তারা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে মান্না এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে দিশেহারা। ক্ষমতা হারানোর ভয়ে তারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বিরোধীমতকে দমন করার চেষ্টা করছে। কিন্তু এর ফলাফল তাদের জন্য ভালো হবে না। জনগণ জাগতে শুরু করেছে। অচিরেই তারা এই সরকারের পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নেমে আসবে এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা