× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানো হবে : খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৫:২৫ পিএম

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার ড্যাব আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার ড্যাব আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, সরকারকে হটানোর জন্য প্রয়োজন একটি গণঅভ্যুত্থান। এটি তখনই সফল হবে, যখন সব পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। ইনশাল্লাহ এই গণঅভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশে হবে। এতে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ‌্য ব‌্যবস্থা’ শীর্ষক এই সভার আয়োজন করে ডক্টরস অ্যাসো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (ড‌্যাব)।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার দেশের কোনো কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিত পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব তাদেরকে যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।’

বিগত ১৪ বছরে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতের এ দুরবস্থা হয়েছে মূলত দলীয়করণের ফলে। সাধারণ মানুষ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আর কেউ কেউ দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করছে। জনগনের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই।’

সরকারি হাসপাতালে চিকিৎসকের প্রাইভেট চেম্বার করার সিদ্ধান্তের সমালোচনা করে মোশাররফ বলেন, ‘দলীয় লোকদের পকেট ভারী করতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে জনগণের কোনো লাভ হবে না।’

অনুষ্ঠানে সভাপ‌তি‌ত্ব করেন ড্যাবের সভাপ‌তি অধ‌্যাপক ডা. হারুন আল র‌শিদ। এতে আরও বক্তব্য দেন, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা সাংবা‌দিক ইউনিয়নের সভাপ‌তি কা‌দের গ‌নি চৌধুরী, ড্যাবের মহাসচিব মো. আব্দুস সালাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা