× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের মূলনীতি, টাকা পাচার আর দুর্নীতি : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২০:২৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২০:৫৩ পিএম

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

দেশের প্রত্যেকটি খাতকে সরকার দুর্নীতিগ্রস্ত করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের মূলনীতি, টাকা পাচার আর দুর্নীতি। দেশের সব খাতে দুর্নীতি কায়েম করা হয়েছে। এখন এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে যেতে বর্তমান সরকারকে বাধ্য করতে হবে।

শনিবার (১৮ মার্চ) রাজধানী ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর ও দুটি বৃহত্তর জেলা শহরে ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ পালিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের যেখানে যাবেন, সেখানেই দুর্নীতি। ইউনিয়ন পরিষদে যাবেন, আদালতে যাবেন, সব জায়গায় দুর্নীতি। শিক্ষাপ্রতিষ্ঠানও বাদ যায়নি, সেখানেও ঘুষ দিতে হয়। একজন পিয়নের চাকরির জন্য লাখ টাকা ঘুষ দিতে হয়। কারণ এ সরকার জনগণের সরকার নয়। তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। আদালত প্রাঙ্গণেও এ সরকার ভোট চুরির রূপ দেখিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিদিন শতশত কোটি টাকা বিদেশে পাচার করছে। ব্যাংকিং খাত লুট করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা টুকরো করে দিয়েছে। রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লুট হয়ে গেছে। বর্তমান সরকার এ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।’

ফখরুলের দাবি, ‘এখন রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। মুক্তিযুদ্ধের মাধ্যমে যেমন দেশ স্বাধীন করা হয়েছে, তেমন দেশকে নতুনভাবে পরিচালনার জন্য আবার সংস্কার প্রয়োজন। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। এরপর ১০ দফা আন্দোলনের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্রকাঠামো সাজাতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি জনগণের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জনগণের আন্দোলনে এই সরকার সরে যেতে বাধ্য হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগের পরিচয় এখন ভোট চোর। আদালতেও তারা ভোট চুরি করে। তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আগামীতে আর ভোট চুরি করে ক্ষমতায় আসা যাবে না। সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ফয়সালা করা হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ এখন কোপাকুপি লীগে পরিণত হয়েছে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা