× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে বিদায় করতে হবে : খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৮:১০ পিএম

 গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ’আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলেই এ দেশের মানুষ বাঁচবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।’

শনিবার ( ৪ মার্চ ) বিকালে যাত্রাবাড়ী থানা বিএনপি আয়োজিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, চিনি, আটা, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ’এই সরকার জনগণের সরকার নয়, সরকার এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার অর্থনীতিকে মেরামত করতে পারবে না। যাদের হাতে দেশ ধ্বংস হয়েছে, তাদের পক্ষে দেশ মেরামত করা সম্ভব হবে না। আওয়ামী লীগ একটি লুটেরার দলে পরিণত হয়েছে, এই দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।’

আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিকে ভয় পায় উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ’বিএনপি যখনই কর্মসূচি দেয় তখনই তা বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়। এতে করে বোঝা যায় তারা বিএনপিকে ভয় পায়, ভয় না পেলে তো পাল্টা কর্মসূচি দিত না।  এই সরকার গায়ের জোড়ে সরকারে আছে। এটা শুধু আমরা বলি না, সারা বিশ্ব বলে।’

তিনি বলেন, ’আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আর যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মানবাধিকার থাকতে পারে না। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে সরকার। তারা ৩৫ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম হয়রানিমূলক মামলা করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ’আপনাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয় না, কারণ আপনারা রাস্তায় নামলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। সরকার গণতন্ত্র হত্যা করেছে। তারা জানে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নামলে তাদেরকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। আওয়ামী লীগ ভালো করেই জানে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। যে কারণে ২০১৮ সালে তারা দিনের ভোট রাতে করেছে।’

আওয়ামী লীগকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ’দেশে তাদের লুটপাট আর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে। দেশের টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে ব্যবসায়ীরা ডলারের অভাবে এলসি করতে পারছে না, দেশের আমদানি বন্ধ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত দিশেহারা। গরিব মানুষ আজ দুই বেলা ভাত খেতে পারে না। আজকে মধ্যবিত্ত গরিব হয়ে গেছে। আপনারা দেখছেন, ওএমএসের গাড়িতে চাল-ডাল কিনতে মানুষ কীভাবে লাইনে দাঁড়াচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 

সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামসেদুল আলম শ্যামল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা