× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৯ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৪ পিএম

সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি জানান, আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৬টায় রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 

ফখরুল জানান, আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করা হবে। 

সারা দেশে দলের বিভিন্ন ইউনিট ২১ ফেব্রুয়ারির দিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে। 

এ ছাড়া এ দিন আলোচনা সভার আয়োজন করবে।

মির্জা ফখরুল বলেন, ‘এ দিনের অন্যতম স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিকব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকের দিনে আমাদের শপথ- দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা।’

এর আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগরের দুই কমিটি নেতা ও অঙ্গদলসমূহের নেতাদের যৌথ সভা হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলাল খান, কামরুজ্জামান রতন,  রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা