× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকট উত্তরণে জাতীয় সরকার গঠন অপরিহার্য : শহীদ উদ্দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৩ পিএম

দলীয় কার্যালয়ে জেএসডির সভা। প্রবা ফটো

দলীয় কার্যালয়ে জেএসডির সভা। প্রবা ফটো

দেশ গভীর সংকটে  আছে, এই সংকট উত্তরণে জাতীয় সরকার গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেন, ‘ভুল ও সংকীর্ণ স্বার্থের রাজনীতি করতে গিয়ে দেশ এবং রাজনীতি এখন ধ্বংসের মুখে পড়েছে। গভীর সংকট দেখা দিয়েছে। গণতন্ত্র ও আইনের শাসন উদ্ধার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এ জন্য আন্দোলনরত রাজনৈতিক দল এবং পেশাজীবী শক্তির সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক এবং অংশীদারিত্বমূলক শাসনব্যবস্থা প্রবর্তন করতে হবে। এই ব্যবস্থা প্রবর্তনে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণে নিজস্ব রাষ্ট্রের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে বাংলাদেশ। রাষ্ট্রের যথার্থ পরিচয় আজ ঝুঁকিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। নিপীড়নমূলক শাসনের কারণে মুক্তিযুদ্ধের রাষ্ট্র দাবি করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি।’

শহীদ উদ্দিন বলেন, ‘ক্ষমতালোভী রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটির অভ্যন্তরীণ স্বাভাবিক নৈতিক চরিত্র নেই। ফলে আইনের শাসন ও ন্যায় বিচার তছনছ হয়ে পড়েছে।’

সভায় জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন, ‘শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীরা রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তাদের বাদ দিয়ে যেমন উৎপাদন-উন্নয়ন অচল, তেমনি তাদের অংশগ্রহণ ছাড়া সফল আন্দোলন সম্ভব নয়। তাই বর্তমান বাস্তবতায় শ্রম, কর্ম, জ্ঞান ও মেধার অধিকারী জনগোষ্ঠীকে ক্ষমতার অংশীদার বানাতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন দলটির সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, মোশারফ হোসেন, ইউসুফ সিরাজ খান মিন্টু, আব্দুল্লাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, আব্দুল মান্নান মুন্সী,কামাল উদ্দিন মজুমদার সাজু, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, ফারজানা দিবা, আনিসা রত্না, আবুল কালাম, আবুল হোসেন মিয়া, এহসান উল্লাহ ভূঁইয়া,  মোহাম্মদ মোস্তাক ও সুমন খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা