× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন হিরো আলম

বগুড়া অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৬ এএম

ভোট দেওয়ার পর সংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। প্রবা ফটো

ভোট দেওয়ার পর সংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। প্রবা ফটো

বগুড়া-৬ এবং ৪ দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোট দিয়ে বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর আছে।’ 

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

হিরো আলম বলেন, ‘কাহালু-নন্দীগ্রামে খোঁজ নিয়েছি, আমার অবস্থান ভালো আছে। সময় বাড়ার সাথে সাথে ভোটারও বাড়বে। বগুড়া-৬ আসনে গোলমালের আশংকা ছিল। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।’

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে।  

এ ছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে জানান।  

বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমরসহ জাসদ-স্বতন্ত্র মিলে ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহীন মোস্তফা কামাল ফারুকসহ স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বগুড়া-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন এবং বগুড়া-৬ আসনে ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন।

দলীয় সিদ্ধান্তে বিএনপির ৬ সংসদ সদস্য ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদত্যাগ করলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। আজ বুধবার ওই ছয়টি আসনে ভোটগ্রহণ চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা