× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুতের দাম বাড়ায় মূল্যস্ফীতিও বাড়বে : মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২২:৪৭ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না। প্রবা ফটো

সরকারের নির্বাহী আদেশে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচও মাত্রাতিরিক্ত হারে বাড়বে বলে আশঙ্কা করছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি এ কথা বলেন। মান্না বলেন, ‘খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর চাপ সরাসরি পড়বে জনগণের ওপর। এতে জনজীবন আরও বিপর্যস্ত হবে।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতির এই মহা সংকটের মধ্যে দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রায় তিন গুণ করা হয়েছে। বাড়ানো হয়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম। ইচ্ছেমত দাম বাড়ানোর ব্যবস্থা পাকাপোক্ত করতে অবৈধ সংসদের মাধ্যমে অনির্বাচিত সরকার আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম বৃদ্ধির ঘোষণা দিচ্ছে।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মান্না বলেন, ‘সরকার এবং সরকারি দলের মদদপুষ্টদের লুটপাটের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। রেন্টাল, কুইক রেন্টালের নামে সরকারি দলের মদদপুষ্টদের হাতে জনগণের টাকা তুলে দিয়েছে তারা। আর সেই লুটের টাকার যোগান দিতে ক্ষমতাসীন আওয়ামী স্বৈরাচার সরকারের গত ১৪ বছরের শাসনামলে খুচরা এবং পাইকারি উভয় পর্যায়ে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কিছুদিন আগে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই সরকার জনগণের কোনো তোয়াক্কা করে না।’

আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করছে উল্লেখ করে মান্না বলেন, ‘দেশকে দেউলিয়াত্বের পথে ধাবিত করছে অবৈধ ক্ষমতাসীন সরকার। দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এখনই এই সরকারের পতন ঘটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে।’

বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশও ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিদ্যুতের আর এক দফা দাম বৃদ্ধি জনগণের ওপর আর এক দফা শাস্তির ব্যবস্থা। অতি আবশ্যক সেবাপণ্যের যথেচ্ছা ও বেপরোয়া দাম বৃদ্ধির পদক্ষেপে জনদুর্ভোগ চরমে উঠেছে। বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের এসব সিদ্ধান্ত রীতিমতো শাস্তি প্রদানের নামান্তর।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গতকাল দলের এক অনুষ্ঠানে বলেন, ‘বিদ্যুৎখাতে ব্যয় বৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার ও মূল্য সমন্বয়ের নামে আরেক দফা মূল্যবৃদ্ধির চেষ্টা জনগণকে দুর্ভোগে ফেলে লুটেরাদের পকেট ভারী করার চেষ্টা হচ্ছে। লুটেরাদের স্বার্থ রক্ষা করে জনগণকে কষ্টে ফেলে দেয়ার কোন মানে হয় না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা