× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের টাকা লুটতেই বিদ্যুতের দাম বৃদ্ধি : খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:১৪ পিএম

রাজধানীর গাবতলীতে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীরা। প্রবা ফটো

রাজধানীর গাবতলীতে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীরা। প্রবা ফটো

সরকার ফতুর হওয়ায় জনগণের টাকা লুট করতেই বার বার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে দলের নীরব পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এমন দাবি করেন বিএনপি নেতা। 

গত ১২ জানুয়ারির পর ১৯ দিনের মাথায় মঙ্গলবার আবার সরকারের এক নির্বাহী আদেশে পাইকারি ও গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিটে গড়ে দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ, যা কার্যকর হচ্ছে আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকেই। 

খন্দকার মোশাররফ বলেন, ‘গণশুনানি উপেক্ষা করে সরকার আজ আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর আগেও তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন বলছে, প্রতি মাসেই বিদ্যুতের দাম বাড়ানো হবে। আসলে তাদের (সরকার) হাতে টাকা নেই। টাকা লুট করার জন্যই বার বার বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার।’ 

বিদ্যুতের দাম আবারও বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ বিভাগ বলছে, ‘এটা নতুন করে বাড়ানো নয়, আগের জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যও প্রতিদিন বাড়ছে দাবি করে বলেন, ‘এর জন্য দায়ি হচ্ছে আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেট। সাধারণ জনগণের নাভিশ্বাস ওঠেছে। মধ্যবিত্ত আজ গরিব হয়েছে।’

তিনি দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে আছে উল্লেখ করে বলেন, ‘যারা অর্থনীতিকে লুট করছে, তারা আর অর্থনীতিকে মেরামত করতে পারবে না।’ 

মোশাররফ বলেন, ‘এসব কারণে জনগণ আওয়াজ তুলেছে- এ সরকারকে আর দেখতে চায় না তারা।’ 

ড. মোশাররফ অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশ হবে খালেদা জিয়া ও তারেক রহমানের।’ 

তিনি বিএনপির কর্মসূচি পদযাত্রা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সমালোচনার জবাবে বলেন, ‘আপনাদের অগ্রীম বিদায়ের যাত্রা হচ্ছে এই পদযাত্রা।’ 

পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, নাজিম উদ্দিন আলম মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।  

বেলা সোয়া ৩টায় গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গাবতলী বাসস্ট্যান্ড থেকে মিরপুর-১০ গোলাচক্কর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথে পদযাত্রা শুরু করে বিএনপির নেতা-কর্মীরা। 

গাবতলীর ব্যস্ততম এই সড়কে পদযাত্রার সময় নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কর্মসূচি উপলক্ষে গাবতলী থেকে মিরপুর-১০ গোলচক্কর পর্যন্ত ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা