× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিতর্কিত’ পাঠ্যপুস্তক বাতিলসহ ১১ দাবি নাগরিক মঞ্চের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:১৭ পিএম

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রবা ফটো

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রবা ফটো

পাঠ্যপুস্তকে ইসলামবিদ্বেষী অধ্যায় বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ ১১ দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে নাগরিক মঞ্চ।

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক মঞ্চের উদ্যোগে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশের গণতন্ত্র এবং আওয়ামী লীগের বাঁচার একটি মাত্র রাস্তা আছে। আপনি বাঘের পিঠে সওয়ার হয়ে আছেন। বাঘের পিঠ থেকে নামতে হলে রাস্তা খুঁজতে হয়। আর সেই রাস্তা হচ্ছে বিরোধীদলের সঙ্গে আপস করা। এ ছাড়া আপনাদের কোনো পথ খোলা নেই।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বুলু বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন পাঠ্যপুস্তকের ভুল নাকি ১০ বছর আগের ভুল। তাহলে আমার বলতে হয় ১০ বছর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। আর আপনি (শিক্ষামন্ত্রী দীপু মনি) পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাহলে এই ভুল পাঠ্যপুস্তকে আসলো কীভাবে।

তিনি আরও বলেন, জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামবিদ্বেষী চ্যাপ্টার সংযোজন করে দেশের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে বিতর্কিত শিক্ষাব্যবস্থা কখনই গ্রহণযোগ্য নয়। এই হীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অনতিবিলম্বে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে বিতর্কিত পাঠ্যপুস্তক প্রত্যাহার করে দ্রুত নতুন ও গ্রহণযোগ্য পাঠ্যপুস্তক পৌঁছে দিতে হবে।

নাগরিক মঞ্চের ১১ দফা

১. নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে ও দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিল করতে হবে।

২. বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৩. দেশের জাতীয় আলেমসহ সকল আলেম ওলামার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। 

৪. গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন বন্ধ করতে হবে। বাকস্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

৫. গ্যাস, বিদ্যুৎ, পানির বিল কমাতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনতে হবে।

৬. সড়ক, নৌ, আকাশপথ ব্যবস্থা নিরাপদ করতে হবে। ব্যাংক-বীমা, শেয়ারবাজার, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক-রেল, আকাশ যোগাযোগ খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। নদী ভাঙা, ভূমিহীন, ভবঘুরে ভাসমানদের পুনর্বাসন করতে হবে।

৭. প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে। নিত্যনতুন শ্রমবাজার সৃষ্টি করতে হবে। 

৮. পাট, তাঁত, গার্মেন্টসসহ বন্ধ কলকারখানা খুলে দিতে হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

৯. মাদক, জুয়ামুক্ত সমাজব্যবস্থা গঠন করতে হবে। রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবর্তন করাতে হবে।

১০. সীমান্তে নির্যাতন হত্যা বন্ধ করতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

১১. রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ আইনে ৯০বি ধারা সংযুক্ত কালো আইন বাতিল করতে হবে।

দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে ও মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক-অধ্যাপক বজলুর রহমান আমিনী, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মির্জা আজম, সমন্বয়ক দেশরক্ষা আন্দোলনের সভাপতি ও নাগরিক মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা