× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি উন্মুক্ত চায় ছাত্র ইউনিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ২২:১৬ পিএম

শুক্রবার রাজধানীর শাহবাগে ছাত্র ইউনিয়নের সমাবেশ। প্রবা ফটো

শুক্রবার রাজধানীর শাহবাগে ছাত্র ইউনিয়নের সমাবেশ। প্রবা ফটো

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তা ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনৈতিক চর্চা, আর্থসামাজিক অবস্থা বিবেচনায় টিউশন ফি নির্ধারণসহ ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত সমাবেশে  এসব দাবি জানান নেতারা।

সমাবেশ শেষে একটি মিছিল জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, আন্দোলনই অধিকার আদায়ের একমাত্র পথ। আমাদের অধিকার রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই আজ নতুন করে সময় এসেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার।

ছাত্র ইউনিয়নের পাঁচ দফা দাবি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত, দেশের আর্থসামাজিক অবস্থার ওপর ভিত্তি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ, অভিন্ন গ্রেডিং পদ্ধতি নীতিমালা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত মানসম্মত শিক্ষক সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করা।

সমাবেশে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সমালোচনা করে বলেন, ‘ট্রাস্টি বোর্ডের সদস্যরা প্রতি মাসে একটি সভা করেন। সভা শেষে সম্মানী হিসেবে খামভর্তি লাখ-লাখ টাকা নিয়ে যান। তারা বিদেশ ভ্রমণ করেন শিক্ষার্থীদের টাকায়। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে এসব বন্ধ হওয়ার ভয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনীতি নিষিদ্ধ করেছে।’

ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান, ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সহসভাপতি জয় বণিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি হাসান ওয়ালী, সহসভাপতি ওয়ালিদ হাসান লাবু, সহকারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ শাকিল, সদস্য আহমেদ মানিক ও ছাত্রনেতা সুবেহ সাদিক সন্ধি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা