× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের নয়, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের : নজরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:০০ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম

আলোচনা সভায় নজরুল ইসলাম খানসহ বিএনপি নেতারা। প্রবা ফটো

আলোচনা সভায় নজরুল ইসলাম খানসহ বিএনপি নেতারা। প্রবা ফটো

দেশে উন্নয়নের জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। বাস্তবে দেশের নয় বরং উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ এর আয়োজন করে। 

নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে দেশে উন্নয়নের জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উন্নয়ন বলতে সরকার কী বোঝাতে চায়? আইয়ুব খানও উন্নয়ন করেছিল। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের। যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের উন্নয়ন হয়েছে। কোভিডের মাঝেও তারা বিদেশে টাকা পাচার করেছে।’ 

তিনি বলেন, ‘আগে শুনতাম ছাত্ররা নকল করে, কিন্তু এখন শুনছি শিক্ষকরাও নকল করেন। আগে ভোট হতো দিনে, এখন হয় রাতে। আগে মানুষ থাকত ফার্স্ট হোমে, এখন থাকে সেকেন্ড হোমে। আগে শুনতাম গুলশান-বনানী, এখন শুনি বেগমপাড়া। এই উন্নয়নে আমরা বাস করছি।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে জেলা ছাত্রলীগের এক নেতা ২ হাজার কোটি টাকার মালিক। তাহলে কেন্দ্রীয় নেতারা কী পরিমাণ টাকা লুটপাট করেছে? শেয়ারবাজার লুট হয়েছে, ব্যাংক আজ ফোকলা। বিদ্যুৎ, গ্যাস, তেলের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা লুট করে তৈরি করা হচ্ছে এসব বেগমপাড়া।’ 

তিনি বলেন, ‘যে মানুষটিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ও স্মরণ করার কথা, বাংলাদেশ বিনির্মাণে যার অবদান সবচেয়ে বেশি, মিথ্যা অভিযোগে আজ সেই মানুষটির সমালোচনা করা হচ্ছে। জিয়াকে বীর উত্তম খেতাব দেওয়ায় সে খেতাব সম্মানিত হয়েছে। অথচ যাদের মুক্তিযুদ্ধে সরাসরি কোনো অবদান নেই, তারাই তার খেতাব কেড়ে নেওয়ার অপচেষ্টা করেছে।’ 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. আবদুল কুদ্দুস। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহীল মাসুদ, প্রফেসর ডা. হাসনাত আলী, প্রফেসর আবু জাফর খান, প্রকৌশলী রুহুল আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা