× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদের মসনদে কাঁপন ধরেছে, দেশে ফিরে নুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ০৮:৪৭ এএম

পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। ছবি: প্রবা

পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। ছবি: প্রবা

ফ্যাসিবাদের মসনদের কাঁপন ধরেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘আমাদেরকে কেনার জন্য নানা ফাঁদ আটছে এই সরকার। পদে পদে লাঞ্চিত করছে। বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে। আমরা সরকারকে স্পস্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে কে বিএনপি, কে জামায়াত বা কে বাম কিংবা ডান সেটা দেখার বিষয় না। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) ফ্যাসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এজন্য এখন অর্ধশতাধিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এতে করে ফ্যাসিবাদের মসনদে কাঁপন ধরেছে। তাই বিরোধী দলের ওপর মড়ন কামড় দিয়ে এই অবৈধ সরকারের গদি রক্ষা করতে চায়।’

বুধবার (১১ জানুয়ারি) সৌদি আরব থেকে দেশে ফিরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

গত বছরের ১৮ ডিসেম্বর প্রথমে কাতার যান নুরুল হক নুর। পরে দুবাই হয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নুর। পরে ইমিগ্রেশন শেষে সাড়ে ১২টায় বিমানবন্দর থেকে বের হন। এসময় কয়েক’শ নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একটা রাস্তা, তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবিলম্বে বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এই সরকারকে বিদায় নিতে হবে। না হলে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে।’ 

এক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনীতিক সম্পর্ক নেই। আমার সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থার কোনো বৈঠক হয়নি। অথচ ছবি এডিট করে বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু আমার না, নির্বাচনের আগে দেখতে পাবেন বিরোধী দলের অনেক নেতাকর্মীকে নাজেহাল ও অপমান করার জন্য নানা ধরনের ফোনালাপ, ছবি এডিট করে বিভ্রান্ত ও গুজব ছড়ানো হবে।  কাজেই এর বিরুদ্ধে সবাই সতর্ক থাকবেন।’

আরেক প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘বিমানবন্দরে আমার সঙ্গে কোন অপ্রতিকর কিছু ঘটেনি।  কিন্তু দলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে, আহত করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা