× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধানের পঞ্চম সংশোধনী পুনর্বহালের দাবি নাগরিক মঞ্চের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:০৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:৩১ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চের অবস্থান কর্মসূচি। প্রবা ফটো

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চের অবস্থান কর্মসূচি। প্রবা ফটো

ভোটাধিকার ফিরে পেতে সংবিধানের পঞ্চম সংশোধনী পুনর্বহালের দাবি জানিয়েছে ১২ দলের জোট নাগরিক মঞ্চ। বুধবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, আলেম-ওলামাসহ সব রাজবন্দিদের মুক্তি এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে এমন দাবি জানিয়েছে তারা। 

নাগরিক মঞ্চের নেতারা বলেন, ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালের একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ওপর নির্যাতন চালাতে শুরু করে। কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা। 

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একের পর এক দুর্নীতির মহোৎসব চালাচ্ছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চালাচ্ছে। গণমাধ্যম যেন জাতির সামনে তাদের অপকর্ম তুলে ধরতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালাকানুন করে স্বাধীনতা হরণ করেছে।

দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাগরিক মঞ্চের নেতারা বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংক, বিমা, শেয়ারবাজার থেকে বিভিন্ন নামে, বেনামে সরকারদলীয় দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের মাটিতে অট্টালিকা নির্মাণ করছে। দেশের মানুষ অনাহারে, অর্ধাহারে জীবন অতিবাহিত করছে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। 

অবস্থান কর্মসূচিতে দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মো. মাসুদ হোসেন, নৈতিক সমাজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমছাআ আমিনী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান আমিন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির (এফডিপি) চেয়ারম্যান ড. এ আর খান, বাংলাদেশ ইসলামি জনতা পার্টির চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বাংলাদেশ ইসলামিক সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে এম ইব্রাহিম খলিল, দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা