× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩০ দলীয় জোট করেও কিছু করতে পারবেন না : মেয়র লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৮:০৯ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:৩৫ পিএম

শুক্রবার যাত্রাবাড়ীর চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: প্রবা

শুক্রবার যাত্রাবাড়ীর চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: প্রবা

বিএনপি ও তাদের জোটসঙ্গীদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেছেন, ‘৩০ দলীয় জোট কেন, ১৩০ দলীয় জোট করলেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না। আওয়ামী লীগের শিকড় অনেক অনেক গভীরে।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) যাত্রাবাড়ীর চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিটন বলেন, ‘বিএনপি আগে ছিল চারদলীয় জোট, এরপর হলো ২০-দলীয় জোট। তারপর শুনলাম সেই জোট ভেঙে দিয়ে ছোট ছোট জোট হবে। আজ আবার শুনলাম ৩০-দলীয় জোট করেছে।’

তিনি বলেন, ‘আমি বিএনপি নেতাদের বলতে চাই ৩০-দলীয় জোট কেন, ১৩০-দলীয় জোট করলেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না, ইনশাল্লাহ। আওয়ামী লীগের শিকড় অনেক অনেক গভীরে। এই শিকড় এত গভীরে যে, এটা উপড়ানোর ক্ষমতা কারও নেই।’

বিএনপির সাত বছর আগের ঘোষিত অবরোধ আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র লিটন বলেন, ‘বিএনপি নেতারা আজও সেই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেনি। তাদের ভাষ্যমতে, সেই কর্মসূচি আজও চলছে। তাহলে বলতে হয়, তারা আন্দোলন করে আমাদের উন্নয়ন থামাতে পারছে না, শেখ হাসিনার সরকারের অগ্রযাত্রাকে আটকাতে পারছে না। মানুষের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। মানুষ শেখ হাসিনার হাত ধরে এদেশকে আরও ওপরে নিয়ে যেতে চায়।’

তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘লন্ডনে বসে এমন সব অপকর্ম করে যে, আমাদের বলতে লজ্জা হয়। সাহস থাকলে ঢাকায় আসো। বিমানবন্দরে নামো, গ্রেপ্তার হও। আন্দোলন কেমন হয় আমরা দেখি। তারপর তোমার দল যদি আন্দোলন করে তোমাকে কারাগার থেকে মুক্ত করতে পারে, তখন বোঝা যাবে বিএনপির কত ক্ষমতা আছে, আমরাও দেখতে চাই। নেত্রী তো ভয় করেননি। দেশে ফিরে এসেছেন, মামলা ফেস করেছেন। দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আওয়ামী লীগ হলো আন্দোলনের দল। ২০০৪ সালে গ্রেনেড হামলার শিকার হওয়ার পর এক বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। ২০১৪ সালেও বিএনপি কিছু করতে পারেনি। তাই বলতে চাই যাদের কিছু করার ক্ষমতা নেই, তাদের এত বড় বড় কথা মানায় না।’

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, সাবেক সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা