× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলাপবাগ মাঠের ক্ষতি হলে তার দায় বিএনপির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ০০:১৩ এএম

গোলাপবাগ খেলার মাঠ। ছবি : প্রবা

গোলাপবাগ খেলার মাঠ। ছবি : প্রবা

গোলাপবাগ খেলার মাঠের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য গোলাপবাগ খেলার মাঠ চেয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্ত সাপেক্ষে অনুমতি দেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন৷ 

শুক্রবার বিকেলে ডিএমপির অনুমতি পেলেও ডিএসসিসির অনুমতি না আসায় বিএনপির গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি প্রশ্নবিদ্ধ ছিল৷ 

গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের আওতায় মাঠে সীমানা প্রাচীর ও বেষ্টনী, প্যাভিলিয়ন, ড্রেসিং রুম, বাস্কেটবল গ্রাউন্ড, নর্দমা, হাঁটার পথ, পাঠাগার ভবন নির্মাণের কাজ শেষের পথে। শিগগিরই এই মাঠ উদ্বোধনের তারিখ নির্ধারণ করার পর্যায়ে রয়েছে।

এই পর্যায়ে মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা