কুমিল্লা ও ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২২:৪৪ পিএম
ফেনীতে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন করা যাবে না। আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতেও দেব না।’ শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় শহরের একটি গণমিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না। লড়াই করেছি অধিকারের জন্য, যা এখনও প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য কিছু জরুরি ও মৌলিক সংস্কারের কথা আমরা পরিষ্কার করে বলেছি। এ সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের রাজনৈতিক স্বদিচ্ছা হতে পারে না। সংস্কার কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব।
২৪-এর শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের সন্তানদের সঙ্গে আমরা বেঈমানি করব না, কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। এ সন্তানদের পবিত্র রক্তের মূল্য, তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা প্রস্তুত। আমরা বলেছি আগামী নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক টুঁ-শব্দ শুনতে চাই না। তাই যদি হবে এত মানুষ জীবন দিয়েছে কেন?
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমরা ন্যায় ও জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদের চিহ্ন শেষ না হবে ততক্ষণে লড়াই অব্যাহত থাকবে।
এর আগে বিকেলে একই স্থানে ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে। বাণিজ্য বন্ধ হয়ে যাবে পরবর্তী প্রতিটি নির্বাচনে। এ ব্যবস্থায় চোর, ডাকাত সন্ত্রাসী যেন আর নির্বাচিত হয়ে আসতে না পারে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যৌক্তিক কারণে আমরা চাই। যারা বিরোধিতা করছে তারা কেন বিরোধিতা করছে আমরা জানি না।
জামায়াত আমীর বলেন, যারা দেশকে ধ্বংস করেছে তারা কোনোভাবেই নির্বাচনে আসার সুযোগ পাবে না। আনুষ্ঠানিকতা ও লৌকিকতা ইসলামে নেই। ফলে জামায়াতেও নেই। মানুষ কল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করে। এ দেশের যুব সমাজের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা যুব সমাজের সৎকাজে তাদের পাশে থাকায় ওয়াদাবদ্ধ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। এজন্য আমাদের আর কোনো ভয় নেই।
ফেনীতে দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হলো। সূচনা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনের সভাপতি দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম ও মুহাম্মদ শাহজাহান। ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম সম্মেলন পরিচালনায় শুরুতে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দিনব্যাপী আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।
জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান রোকন সম্মেলন শেষে বিকালে একই ভেন্যুতে শহরের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিদের নিয়ে সুধী সমাবেশে অংশ নেন। শনিবার সন্ধ্যায় ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘মৌলিক সংস্কার শেষ হলে যার যার রাজনীতি সকলে করতে পারবে। দুর্গন্ধযুক্ত অতীতের প্রথা পরিষ্কারের আগে আবারও যদি নির্বাচন হয় সেটি হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল।’
জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুম প্রমুখ। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ফেনী যাওয়ার পথে কুমিল্লায় এক পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি প্রত্যাশা করছে, আমরা চৌদ্দ ও আঠারোর মতো সেসব নির্বাচন দেখতে চাই না। নির্বাচন নিয়ে অপকর্ম পরিকল্পনাকারীদের জন্য স্পষ্ট ভাষাÑ মানুষ তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে আবার প্রয়োজন হলে রক্তের বিনিময়ে শতভাগ সফলতা ছিনিয়ে আনবে।
ছাত্র, শ্রমিক, জনতা ও যুবক ভাইয়েরা অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে জন্য এগিয়ে গিয়েছিল, তাদের অধিকার শতভাগ সফল করার জন্য যুবকদের আমাদের বুকে ধারণ করে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় তরুণ, যুবক, কৃষকদের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে।
শনিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিরে জামায়াত আরও বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তাদের প্রয়োজন হবে না এবং সে আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হয়। তাহলে আল্লাহর আইনের বিকল্প কিছু নেই। যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন জামায়াতের কর্মীরা বিশ্রাম নিবে না।
কুমিল্লা মহানগরীর আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেনÑ মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সিটি কাউন্সিলর মোশারফ হোসাইন, অফিস সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, মহানগর জামায়াত নেতা মু. নুরে আলমসহ অন্যান্য নেতারা।