× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বাংলাদেশে পুরনো বন্দোবস্ত চলবে না : নাহিদ ইসলাম

নীলফামারী ও পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:০১ পিএম

নতুন বাংলাদেশে পুরনো বন্দোবস্ত চলবে না : নাহিদ ইসলাম

নতুন বাংলাদেশে পুরনো বন্দোবস্ত চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিদ্যমান সংবিধান জনগণের অধিকার ও মানবাধিকারের কোনো নিশ্চয়তা দিতে পারেনি। তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর সৈয়দপুর শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই পথযাত্রার তৃতীয় দিনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ গড়তে পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি নেতারা সৈয়দপুর হয়ে নীলফামারী ও পরে পঞ্চগড়ের পথে পদযাত্রা করেন।

সৈয়দপুরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে। এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি। পরাজিত শক্তির রেখে যাওয়া পুরনো বন্দোবস্ত পরিবর্তন না করে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’ তিনি শহীদ রুবেলের উদাহরণ দিয়ে বলেন, ‘ছোট ছোট বাচ্চারা জীবন দিচ্ছে নতুন বাংলাদেশের জন্য; যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না দুর্নীতি, থাকবে বাকস্বাধীনতা, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা।’

তিনি আরও বলেন, ‘আমরা একটা নির্বাচিত সরকার চাই। তবে তার আগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। আজও প্রশাসনে আওয়ামী দোসরদের আধিপত্য বিদ্যমান। এজন্য আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, চব্বিশের শক্তির উত্থান হয়েছে। তরুণদের শক্তিকে অগ্রাহ্য করে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। যারা রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তাদের গ্রেপ্তার না করে পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা জুলাই সনদের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নের জন্য রাজপথে নেমেছি। আমাদের পদযাত্রা জনগণের প্রত্যাশার দলিল হয়ে উঠবে।’

এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা কথা দিচ্ছি, আপনারা যেসব আশা-আকাঙ্ক্ষা নিয়ে আছেন, সেসব বাস্তবায়নের দায়িত্ব আমরা নেব। এখন প্রয়োজন সাহস, ঐক্য আর জনগণের প্রতি দায়বদ্ধতা।’

পঞ্চগড়ে সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘এই পঞ্চগড় সীমান্তে ৫০ বছর ধরে মানুষ হত্যা করছে বিএসএফ। কোনো সরকার এটি বন্ধ করতে পারেনি। আজও ভারত থেকে অবৈধভাবে পুশইন হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র-জনতার বাংলাদেশ। পাঠাতে হলে শেখ হাসিনাকে পাঠান, ফ্যাসিস্ট দোসরদের পাঠান।’ তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। আমরা যে আন্দোলন করছি, তা জনগণের প্রত্যাশার দলিল হয়ে উঠবে।

পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা ও অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘পঞ্চগড়ে কোনো রোগী আহত হলে রংপুর পাঠাতে হয়, পথেই মারা যায়। অবৈধভাবে পাথর উত্তোলন, চাঁদাবাজি চলছে। চিনিকল চালু হওয়ার কথা থাকলেও হয়নি, কারা বাধা দিচ্ছে, সবাই জানেন।’ তিনি ঘোষণা দেন, ২০২৬ সালের মধ্যেই পঞ্চগড় চিনিকল চালু করতে হবে।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সব কিছু বদলালেও পঞ্চগড়ে চাঁদাবাজি থামেনি। আওয়ামী লীগের চাঁদাবাজরা ভারতে পালিয়েছে। কিন্তু জনগণের বিচারের মুখোমুখি তারা হবেই। প্রশাসন ও পুলিশ সংস্কার না করে কোনো নির্বাচনে অংশ নেব না।

পথসভায় আরও বক্তব্য দেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। তারা জানান, ৩ আগস্ট জুলাই সনদ ঘোষণা করা হবে, যেখানে জনগণের দুঃখ-দুর্দশার প্রতিকারের রূপরেখা থাকবে।

এর আগে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা