× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশরাকের আন্দোলন থামানোর পক্ষে মত বিএনপি নেতাদের

আকরাম হোসেন

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ০৮:৫৪ এএম

ইশরাকের আন্দোলন থামানোর পক্ষে মত বিএনপি নেতাদের

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবির আন্দোলন দ্বিতীয় মাসে গড়িয়েছে। এ আন্দোলন করছে তার সমর্থক ও ডিএসসিসি কর্মচারী ইউনিয়ন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনের শপথ পড়ানো হয়নি। আন্দোলনের কারণে এক মাস ধরে নগর ভবন কার্যত অচল। তবে এ আন্দোলন এখন থামানোর পক্ষে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য।

গত সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টার দিকে শুরু হয়ে এ বৈঠক শেষ হয় সাড়ে ১০টায়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৈঠক সূত্র থেকে জানা যায়, ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যুতে চলমান আন্দোলন বন্ধ করার পক্ষে মতামত দেন বেশিরভাগ সদস্য। বৈঠকে তারা যুক্তি দিয়ে বলেন, ইশরাক হোসেনের চলমান আন্দোলনে এদিকে বিএনপির বদনাম হচ্ছে। অপরদিকে ইশরাকের জনপ্রিয়তা কমছে ও ইমেজ সংকটে পড়ছে। তাই এই আন্দোলন এখনই বন্ধ হওয়া উচিত।

এ ছাড়া দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠকের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থায়ী কমিটির সদস্যরা। তারা মনে করেন, বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন। বহুকাঙ্ক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। 

এ ছাড়া স্থায়ী কমিটির বৈঠকে দেশের অর্থনীতি, রাজনীতিসহ বিভিন্ন সেক্টরের দুরবস্থা পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তিনি মনে করেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার পাহাড় সমান সমস্যা রেখে গেছে। তাই অর্থনীতিসহ প্রতিটি সেক্টরের পর্যালোচনার রিপোর্ট থাকলে আগামী দিনে দেশ চালানো সহজ হবে।

গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। মাঝে ঈদ ঘিরে ছুটির কদিন নগর ভবনে ইশরাক সমর্থকদের আন্দোলনে পাওয়া যায়নি। ঈদের ছুটির শেষে অফিস খোলার প্রথমদিন রবিবার ফের সেখানে আন্দোলন শুরু হয়।

ক্ষমতার পটপরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত সোমবার ডিএসসিসির কার্যালয় নগর ভবনে সভা করেছেন ইশরাক হোসেন। এ মতবিনিময় সভার ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা হয়েছে। এ নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়। আন্দোলনের কারণে গত এক মাসের বেশি সময় ধরে ডিএসসিসিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেবা নিতে এসে বিপাকে পড়ছেন নগরবাসী। এর আগে একই দাবিতে মৎস্যভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনের কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়।

এদিকে গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টাকে উদ্দেশ করে ইশরাক বলেন, জনগণের শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার-নির্যাতন সহ্য করে সেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না। ইশরাক বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করায় স্থানীয় সরকার উপদেষ্টার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা