নৈতিক স্খলনের অভিযোগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৫:০৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। ফলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন। উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচদিনের (৫) মধ্যে “রাজনৈতিক পর্ষদ” এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নির্দেশনা দেওয়া হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সারোয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি না হলেও এনসিপির ভেতরে নৈতিকতা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা শীর্ষ পর্যায় থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন ও সারোয়ার তুষারের ব্যাখ্যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক পর্ষদ।