× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করিডোর নিয়ে এই সরকারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই : আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৭:১০ পিএম

করিডোর নিয়ে এই সরকারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই : আমীর খসরু

করিডোর দেওয়া এ সরকারের এখতিয়ারের মধ্যে নেই। শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থেকেছেন। তিনি দেশ ও দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেননি। ক্ষমতাকে স্থায়ী করতে যে যেই সুবিধা চেয়েছে, তাকে তা-ই দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারও তা-ই করছে কি নাÑ এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস আয়োজিত ‘বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা: প্রেক্ষিত মানবিক করিডোর’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও মূল প্রবন্ধ পাঠ ও সভাপতিত্ব করেন নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অবসর) মো. জগলুল আহসান।

সরকারের পক্ষ থেকে করিডোর নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার কথা জানানো হলেও এ বিষয়ে এখনও তারা আলোচনা অব্যাহত রেখেছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কী নিয়ে আলোচনা করব, করিডোর নিয়ে সরকারের অবস্থান তো জানা নেই। প্রধান উপদেষ্টা তার ভেতরে মূল বিষয়টি চেপে রেখেছেন। এ ব্যাপারে তার বক্তব্য ক্লিয়ার হওয়া দরকার। তিনি বলেছেন, জাতিসংঘ করিডোর চেয়েছে, আমরা দেব। অথচ অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ গোপনে করিডোর দেওয়ার কাজ করেছে। তাছাড়া জাতিসংঘও বলছে, করিডোরের ক্ষেত্রে দুই দেশের অনুমতি ও নিরাপত্তা কাউন্সিলে তা অনুমোদন হতে হবে। জাতিসংঘ এ ব্যাপারে স্পষ্টতা আনলেও সম্প্রতি কাতারে বসে করিডোর দেওয়া নিয়ে আলোচনা করছে সরকার।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর দেওয়া এ সরকারের এখতিয়ারের মধ্যে নেই। তা ছাড়া নিরাপত্তা উপদেষ্টা করিডোরকে মানবিক চ্যানেলে টেকনিক্যালি বদলে দিয়েছে, অথচ এটি শুধুই কথার মারপ্যাঁচ। করিডোর ও মানবিক চ্যানেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ভারত আরাকান আর্মির সঙ্গে কথা বললেও অফিসিয়ালি বলেনি। সেখানে চীনের গভীর সমুদ্রবন্দর আছে। তাদের ইকোনমিক জোন, গ্যাস, তেলের লাইন আছে। বিশাল বিনিয়োগ সেখানে রয়েছে। তাই করিডোর দরকার হলে চীন ও ভারতের কাছ থেকে নেওয়া হোক। আমরা কেন দেব?

বিএনপির এই নেতা বলেন, আরাকানের ২০ শতাংশ অঞ্চল এখনও জান্তার হাতে, করিডোর নিয়ে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করলে সরকার নাখোশ হবে। কেন করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবেÑ প্রশ্ন রেখে বলেন, তাদের আইনগতভাবে যেতে হবে। রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের দ্বারাই ফেরত যাবে। অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে এভাবেই রোহিঙ্গারা ফেরত গেছে।

তিনি বলেন, আরাকান আর্মির লোকজন আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের সার্বভৌমত্ব নষ্ট করছে। তারা জান্তার চেয়েও রোহিঙ্গাদের ওপর বেশি অত্যাচার করে। তাই করিডোর দিয়ে আমরা কোনো প্রক্সি যুদ্ধে যাব না। এখন আমাদের দরকার স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ। তিনি বলেন, আগামীর নির্বাচনকে পেছনের জন্য এসব কাজ করা হচ্ছে। তাদের কাজ নির্বাচন আয়োজন হলেও এর বাইরে সবকিছু করছে কিন্তু নির্বাচন নিয়ে কোনো কাজ করা হচ্ছে না। এত মানুষের আত্মত্যাগ কি এসব তামাশা করার জন্য?

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা খুব সুন্দর কথা বলেন। করিডোর নিয়ে আসল অবস্থাটা কী তা কেউ জানতে পারছে না। এত আলোচনা হচ্ছে অথচ প্রধান উপদেষ্টা কোনো কথা বলছে না। তলে তলে কী হচ্ছে, আমরা উদ্বিগ্ন। রাষ্ট্র যখন জনগণের সঙ্গে প্রতারণা করে তখন তারা কঠিন প্রতিশোধ নেয় উল্লেখ করে মান্না বলেন, ড. মুহাম্মদ ইউনূস কোন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন? তিনি বলেছেন, ‘একটি পার্টি ভোট চায়’ অথচ আমরা বলব অনেক পার্টি ডিসেম্বরে ভোট চায়। আমিও ডিসেম্বরে ভোট চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা