× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ চলছে, জনতার ঢল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৬:২৩ পিএম

আপডেট : ২৮ মে ২০২৫ ১৬:২৯ পিএম

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ জনতার ঢল। প্রবা ফটো

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ জনতার ঢল। প্রবা ফটো

বিএনপির তিন অঙ্গসংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ চলছে। বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা সাড়ে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সঞ্চালনা করছেণ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সমাবেশ ঘিরে মানুষের সমাগম নয়াপল্টন ছাড়িয়ে মৎস্য ভবন, কাকরাইল, প্রেসক্লাব, দৈনিক বাংলা, ফকিরাপুল, মতিঝিল, কমলাপুর, শাহাজানপুর, মালিবাগ, শান্তি নগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিএনপির তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি-শার্ট ও নানা রঙের টুপি পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে এসেছেন। নানা স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন তারা।

দলের নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।

সমাবেশ ঘিরে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে আশপাশের সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা