প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ২২:২৮ পিএম
প্রয়োজনীয় সংস্কারগুলোর আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। তাই একটি অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হতে পারে— এমনটি মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা মনে করি, দুটো রোডম্যাপ ঘোষণা করা হলে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কেটে যাবে। একটি সংস্কারে রোডম্যাপ, অন্যটি নির্বাচনের। দুটোই অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।’
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির।
তিনি বলেন, ‘আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি, তাহলে একটি অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হতে পারে। আমরা সেই দিনগুলোর অপেক্ষায় আছি। যে অস্থিরতা দেখা দিয়েছিল, আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে—আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির বলেন, ‘সবাই নির্বাচন চায়। আমরাও নির্বাচন চাই। বিএনপি বারবার বলছে যে তারা সংস্কারের বিরোধী না, তবে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। সেটা আমরাও চাই। আমরা কোনো সময় বেঁধে দিইনি।’
‘আমরা দুটো সময়ের কথা বলেছি। যদি সংস্কার শেষ হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে (নির্বাচন) হতে পারে, আবার যদি সংস্কারের সময় লাগে, এরপপরই রোজা শুরু হয়ে যাবে। তাহলে রোজার পর নির্বাচন হতে হবে। এটাকে টেনে লম্বা করে কোনো সুষ্ঠু নির্বাচন করা যাবে না, আমাদের দেশের আবহাওয়া সেই সুযোগ দেবে না,’ যোগ করেন তিনি।
সংস্কার ও নির্বাচন- দুটোরই রোডম্যাপ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র পাঁচটি সংস্কারে সরকার হাত দিয়েছে। সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত।’